তর ওই চাহনিতে সকাল হাসে।
তর ওই হাসিতে সূর্য হাসে।
তর অলকে আমভ্যসা ভাসে
দীঘল অলকে রুপকথার দেশে।


তুই আমার শুরুতে
তুই আমার শেষে
আমি অন্ধ তরি প্রেমে।
আমি জ্বলে গেছি
আমি পুড়ে গেছি
আমি পুড়া মনে তকে বলছি
আমি শুধু  তরি।

তর পহরে আমার নিশি
তর নিশে তে আমি দুখী
নিশি ভরে তকে খোজি
খোজে খোজে হারিয়ে গেছি ।