আবার দেখা হবে শেষে বীরের বেশে
যদি ফিরে আসি এই যুদ্ধের অবসান ঘটে,
নদী তটে তখন হেটে যাবো দু'জন
আপন করে নিতে ভালবাসা দিতেই বটে।


আমি তো আমার নেই এখন করোনা'র আগমন
এই হাতে কত রোগীর মৃত্যু দেখেছি,
স্বজন আহাজারি, মুখ ভারী চোখে জল বুক ভারী
দূরে দূরে কত লাশ লুকিয়ে যে রেখেছি।


জানি এই মহামারী অবধারি বাঁচার আকাঙ্ক্ষায়
ক'তো জনায় নির্ঘুম কাটায় রাত,
একাকী কাকে বলে! সময়টা ধীরে চলে এখন
থেকেও নেই নেই স্বভাবজাত।


এমন যুদ্ধে তোমায় নিতে পারবো না ভেবেই
মন খারাপের বায়না তুমি করো'নি,
যদি ফিরে আসি মুখে রেখে হাসি ভালোবাসায়
জিজ্ঞেস করবে বেঁচে আছো মরো'নি।


ভয়ানক চিৎকার মাঝ রাতে হয়
তবুও কেন জানি আর লাগে না ভয়, জানি না
একজন ডাক্তার হয়েছি তবেই'তো
আবার আসবো ফিরে অপেক্ষায় আর থেকো না।