দেখিনু দিগন্ত কোলে মুক্ত মেঘরাশি
বিদায় আলোকে আসি অশান্ত পবন,
বায়ুভর স্তরে শূন্য কোথা যায় ভাসি
খুলে দিয়ে বন্ধদার দেখিনু ভূবন।
দিগালয় ছাপি মৌন সায়হ্ন মাধুরী
রূদ্র গৃহে একা বসে অনন্ত ধুশয়ে,
অন্তরে ছড়ায়ে তোর মরণো কস্তুরী
ভাবিয়া এ মন যবে বিবর্ন সংশয়ে।


যবে দিবি পরিহরি ভীতুকায় মন
যথা তোর অন্ধক্ষন উনুনের পানে
সেথায় বেদনা জাগে পুরো দিনক্ষণে
মুক্তির সন্ধান দিবে সায়হ্নে গগন।
প্রভাত সূর্য কিরণ মধ্য আলোরশ্মি
সব হবে পরোক্ষণ রুদ্ধ গৃহে বসি।