আনিছ ভাই
আমি তো কবি হতে চাই
তবে কবিতায় নাকি ছন্দ চায়?
এই ছন্দে-ই আমার যতো দন্দ হায়!
কি করে হবো কবি?
নজরুলের প্রতিচ্ছবি।
না'কি পুরোনোকে ভুলে
একটু হেলে দুলে
কথায় কথায় রেখে মিল
ভুল করে হেসে খিলখিল


নাহ! এভাবে'তো কবিতা হয় না
যেখানে করে বৃত্ত ও মাত্রা'রা বায়না
ভাবতেই পারিনা
কবিতায়'ও থাকে আয়না
নিয়মের কড়াকড়ি
পাঠকের গড়াগড়ি
অতিষ্ঠ কলমে আর চায় না
কবিতার নব রূপ
আধুনিক নামে খুব
গল্পের ছড়াছড়ি কবিদের চেতনা


আনিছ ভাই
কবিতায় ভাব চাই!
আরে ভাই ভাব কি আর কেনা যায়
নদী পাড়ে নিরালায়
পরে থাকা বেদনায়
নাকি অদৃশ্য চেতনায়!


কবি হবো, হবো না
ঘরে বসে রবো না
তবে লিখে যাবো কিছু অনুভূতি
যেখানে থাকবে ছন্দের কিছু রেশ
মাঝে মাঝে দিয়ে দিবো মাত্রাও বেশ
আরও কিছু নিয়ম মানবো
কিছু কিছু সংজ্ঞা জানবো
না হোক কবিতা, ক্ষতি কি!
কবি না হয় হবো না।