বন্ধু তুমি হৃদয় মাঝে ফুটালে না কলি
লিখতে গেলে আটকে যাই কিছুই না বলি,
স্বাদের জগত দেখেছো তুমি একটু ভিন্ন স্বাদে
তাইতো মন তোমার জন্য ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে।


দুরের তরে কেন গেলে? আসবে কি আবার?
হয়নি দেখা মন মানেনা প্রশ্ন বারংবার,
কেন যে তখন আসিনি পাতায় এই প্রশ্নে কষ্ট
তোমার জন্য অপেক্ষা করি সময় করে নষ্ট।


অরুণ কারফা শান্ত মানব সতেজ আছো কি?
তোমার কৃত্তি দেখে দেখে অজান্তেই ডাকি,
কলম ছোঁয়ায় জাদু দিয়েছো কয়জনেই'বা জানে
প্রতিটি কাব্য মন ছুঁয়ে যায় বাজে আমার কানে।


বেনামে লেখা চিঠিগুলো কোথায় দিবো বলো
হারিয়ে যদি যাও গো তুমি আমায় নিয়ে চলো,
তোমার পানে খুঁজে পেয়েছি আমার কিছু ছায়া
ফিরে আসো তুমি হৃদয় মাঝে, দেখো কত মায়া।