সাতের মাঝে দ্বন্দ নেই
কথার মাঝে ছন্দ নেই
তবুও তারা করল পণ
গড়বে এখন এক বাঁধন


বসলো বুঝি সভা করে
মাছ চাষের বায়না ধরে
ফিরল সবাই নিজের বাড়ি
জোগাড় করতে টাকা কড়ি


শুরু হল যাত্রা এবার
বাকী রইলো অনেক শেখার
চুক্তি হল পুকুর নিবো
তিন বছরে টাকা দিবো


সব কিছু ঠিক চলছে
লোকেরা সব ভালো বলছে
মৎস চাষে করি যত্ন
নাম দিলাম স্বাজরত্ন


পাড় হলো বেশ কিছুদিন
হাতের মাঝে পেলাম সুদিন
আশায় সবাই বেজায় খুশি
পুকুর মাঝে মাছ যে পুষি


হটাৎ দিলো বৃষ্টি হানা
কি করবো ছিল অজানা
ভেসে গেল পুকুর পাড়
জাল বিছিয়ে দিলেম তার


লাফিয়ে লাফিয়ে মাছেরা হেসে
চোখের সামনে গেলো যে ভেসে
বৃষ্টি বন্যায় স্বপ্ন শেষ
স্বাজরন্ত কি আর আছে বেশ