কেন যে সেদিন দেখা হয়নি
হয়তোবা ভালই হয়েছে নয়তো'বা আরও বেড়ে যাবে কষ্ট!


দিনের আবর্তে মিশে যাওয়া কষ্টের ফেরিওয়ালা আমি
আমার কাছে এই কষ্টের কবিতা গুলই খুব যে দামি
এখানেই মিশে আছে জীবনের সব গল্প
লিখেছি অনেক তবুও জীবন থেকে অল্প।


বেদনার বুকে আর কবি ভাব কোথায় বল
ক্ষুধার জ্বালায় আছি কে বলবে খেতে চল
কষ্টের কথা এখন আর কেউ শুনতে চায় না
এখন তো আছে আধুনিকতা আর মিথ্যের বায়না।


অনেক হয়েছে জীবনের আনাগোনা আর বেঁচে থাকা
মহান কবিরা কি করেছে জীবনে ? মিছে মিছি ফাঁকা
ব্যর্থতার জীবনে কষ্টের কবিতা লিখে পেয়েছে বাহ্ বাহ্
সুখের কবিতায় ভাসে কষ্টের আবহ আর লুকানো তিক্ততা।


সুখের পরশে মায়াময় অহংবোধে বিবাগী মন
ভালবাসায় ডুবে থাকা ছলনায় অকারণ
তবুও ছুটে চলা অজানায় পিছু পিছু মায়াবী টানে
নিমেষে হারিয়ে যাওয়া'য় আঁখি মেলবো কার পানে?


সহস্র বছরের অপেক্ষমাণ মনের ধারায় সুপ্ত
সুখের মিছে অভিনয় আমার মাঝেও কি গুপ্ত?
আকারে'র পিছন ছুটে আজ নিরাকারে'র মাঝে
সূর্য ডুবিলেও হয়না এখনও শুরু সান্ধ্য সাঝে!


রীতির বিপরীতে তবুও ছুটে চলা তোমায় পাবো
যদিও জানি ফেরা হবে না নিজেকেই হারাবো
নিঃসঙ্গতায় কেটেছে বছর বছরে পাগলের বেশে
এই কাব্যের বুঝি ইতি নেই কখনো সমাপ্তির শেষে !