কেবল মানুষ চায় মিলনার্থে প্রেম
দয়াদানে অভিলাষী পরকায় চলা,
শুন্য হাতে রিক্তে বসে দু'চোখে বিষম
হেলার ত্বরায় ভেসে একা কথা বলা।
বিদায়ের ক্ষনে বসে পুষ্পে ছড়াছড়ি
প্রাম্ভের গম্ভীর মুখ রেখে সারাক্ষণ,
দৈহমিলে ভালবাসা কোথা তার বাড়ী
আড়চোখে কানাকানি করিয়া গমন।


অভিন্ন যুব সমাজ বার্ধ্যক্য নিবেশ
ট্যারা চক্ষু যৌনতার পরহীতে অতি
সময়ের খেলাঘর পুতি নাকি পতি
দ্বারে-বারে লোভনীয় ভিন্ন পরিবেশ
স্বভাব সুলভে আর বেশি নয় বাঁচা
সময়ে সুযোগ মেলে কারাবন্দী খাঁচা।