আকাশে যেন আজ ঐ মেঘের গর্জন,
থেমে থেমে বৃষ্টি আর বর্ষার বর্ষণ।
মেঠো পথে হাঁটু কাঁদা বৃষ্টির কারণে,
কষ্ট করে হেঁটে চলা আষাঢ় শ্রাবণে।
নদী বেয়ে আসে মাঠে পানির জোয়ার,
হিজলে কদম ফুলে দেখে সমাহার।
থেমে নেই কাজ তবু দিনের ব্যস্ততা,
পানি ভেঙ্গে ছাত্র দের বিদ্যালয়ে যাত্রা।


পুলক জড়ায়ে তব চলছে বর্ষায়,
পাল তুলে মাঝি দুরে নীল ঠিকানায়।
থৈ থৈ পানিতে ছেলেরা কাটছে সাঁতার,
মাছ ধরায় হিড়িক পরেছে জেলের।
অঝোর ধারার বৃষ্টি কাজ থেমে কার,
ঘরে বসে কাঁথা বোনা কৃষাণ বধূর।