শুভ্র পালকের এই শরত আসিলে
মেঘ ভেলা উড়ে যায় আকাশের পানে
কালোর ক্ষণিক মেলা বৃষ্টিতে ভাসিলে
ফেরার পালায় দেখা ভেসেছিল বাণে।
কাশফুলের দোলায় নদী স্রোত কুল
শিউলি সুবাস মন জীবন ধারায়
হেমন্তের ডাকা ডাকি অস্থিরতা ভুল
পরিশেষ হায় হায় সীমানা হারায়।


অপেক্ষার অবসান ক্লান্ত শরীরের
চোখ মেলা ভার এই শরত নতুনে
হারিয়ে শূন্যতা সব যন্ত্রণা কে জানে
বিষাদের তরে আজ আমি আছি ঢের।
এমন হয়নি আগে হয়েছে এবার
শুভ্রতার কালো দাগ জীবন আঁধার।