হৃদয়ে রক্তক্ষরণ ঝর্ণা হয়ে ঝরে
স্মৃতিরা ফিরে তাকায় নোনা জল দিয়ে,
মাকড়সা জালে ঘেরা এ মনের ঘরে
তুমি রেখেছো যন্ত্রণা পরাজয় নিয়ে।
জীবন পড়ন্ত বেলা বসন্ত নিরাশ
চৈত্রের খরায় শেষ ফুলের আবাদ,
সাদা মেঘ নেই আর ধূসর আকাশ
ভালবাসা স্বপ্ন ভেঙ্গে দেয় অপবাদ।


শরৎ অভিমানের ঝরে পড়া বৃষ্টি
পাখিরা ভয়ের তরে দেখে কালো মুখ
অদৃস্যতায় খুঁজতে ফেটে যায় বুক
ফিরে পাতে পাগলামি অন্ধ করে দৃষ্টি।
চিরতরে কেন তুমি মৃত্যু বেছে নিয়ে?
অভিশাপে বেঁচে থাকা নীরবতা দিয়ে।