অচেনার ডাক
                           পশু না পাখি ?
কোথা থেকে ডাকে, কোথায় চোখ রাখি ?


ছুটি কোন দিকে, কোন নিশানায় ?
কোন পথে ছুটি আমি ডাক পিপাসায় ?


বালুচরের মাঠে ডাক চারিদিকে পথ,
এদিক সেদিক ছুটি হয়না কোন মত।
তবুও শুনি এই কি যেন সেই বলে,
যাবো বুঝি পিছু পিছু চারিদিকে চলে।
কেমন কণ্ঠ তার শুনি ডাকে আকাশে,
উপরে চাহনি তব ভাসে বাতাসে।


অচেনার ডাক শুনি অচেনার ডাক,
অপেক্ষায় রইলাম কে ডাকে দেখা যাক ?