কভু বুঝবে না কেউ কেন যে এমন
পাখায় করেছি ভর শূন্যে ভেসে ভেসে,
দাঁড়াবার মত মাটি নেইকো কোথাও
বসবার মত ঘর বায়ু নীড়ে এসে।
আকাশে উড়েছি একা খুঁজতে তোমায়
কোথাও পাইনি দেখা এতটুকু ভেলা,
পাইনি তারার মেলা ছুটে চলা সূর্য
তৃষ্ণার পানি পাইনি কোথাও  সে বেলা।


বুঝবে না কেউ কেন যে খুঁজি তোমায়
কেন খুঁজি অন্ধকার ভরা এই বুকে
বোঝাতে শুধু তোমায় কতটা এ দুঃখে
নিদারুণ দু’চোখের আলো কল্পনায়।
কিছুই দেখি না চোখে শুধু স্বপ্ন দেখি
শূন্যে ভেসে ইশারায় তোমাতেই ডাকি।