সত্যের সন্ধানে লড়াই চলছে নিজের কাছে
ভীতু মন সায় দেয় না বাস্তবতা রুখে দিতে,
ধারণার বিপরীতে ঘটে যায় স্বপ্নের প্রহর
পারে না হুংকারে বিজয় রথ ছিনিয়ে নিতে।


আশার আলোক আসবে প্রতীক্ষার প্রহরে
প্রভাত আশার দীর্ঘ অপেক্ষা মাঝ রাতেই,
নিরাশার রাত করে দেয় ঘোর আমাবস্যা
অপেক্ষার আর্তনাদে ধোঁকা আসবে সাথেই।


হয়তো নীরবতা তোমার আমার পরাজয়
ধিক্কার নিজের তরে জাগ্রত কবে হব ভেবে,
কলুষিত প্রথার বিপরীতে দাঁড়াতে আহ্বান
তুমি তোমরা নবীনে আমায় আশ্রয় দেবে?