আমরা'তো করেছি অগণিত পাপ
অপেক্ষায় আছি হয় যদি মাফ
আল্লাহ্‌ আল্লাহ্‌ মনে জপে থাকি
বিপদ আসলেই আল্লাহ্‌ বলে ডাকি


সময়ের শেষ বেলায় সব ভুলে যাই
পাপের বোঝা ভারি তবুও ফেরা নাই।
লালসার মাঝে থাকি ডুবে সারাক্ষণ
ভাবি না কখন যে আসবে মরণ।


হিসেবে খাতাগুলো কালী ছাড়া লেখা
মৃত্যুর আগে বুঝি আর হবে না দেখা
পুন্যের কাজে তাই পিছিয়ে থাকি
পাওয়ার বেলায় শুধু আল্লাহ্‌কে ডাকি।


কোরআনের আইন মানা যে দায়
শয়তানের ধোঁকায় পাল্টে যায় রায়
শিরক করা এখন নিয়মের জন্য
মিথ্যাবাদী হয় অনিয়মেই ধন্য।


খুন, ধর্ষণ আর চুরি চলে প্রতিদিন
সুদ, ঘুষে বাড়িয়ে দেয় মুমিনের ঋণ
নগ্নতা হয়েছে আজ সমাজের রীতি
শালীন নারীদের দেখায় ভয় ভীতি।


তবুও মুসলমান বলে চিৎকার করি
ইবলিসের পোশাক যে আমরাই পরি
দাঁড়ি আর টুপি দেখলে দেই ধিক্কার
রাজাকার জঙ্গি বলে করি চিৎকার।