দূরীভূত হবে ক্রান্তিকাল!
ভেঙ্গে যাবে গুপ্ত ধনের প্রাচীন প্রসাদ
এই ভাবুক হৃদয় হয়তো ঘুমিয়ে থাকবে ঐ কবরের কালো অন্ধকারে
তবুও তো হবে দূরীভূত! করুণার চাদরে মোড়া জীবন
কাঙ্ক্ষিত ভোর হয়তো দেখবে না নতুন প্রজন্ম
দেখতে চাইবে না মৃত্যু অনিবার্য ভেবে
এই অদম্য শক্তির করুন পরিণতি দেখে!


দূরীভূত হবে ক্রান্তিকাল!
বিচলিত হৃদয় হতাশার ছাপ থেকে যাবে আরও বহুকাল
শাসন শোষণের ইতি ঘটবে নিশ্চয়ই
মানব জাতি হয়তো ভাবে নেওয়ার সময় পাবে না আর
হাহাকার করতে থাকা শাসক গোষ্ঠী ক্ষমা চাইবে তখন
কবরের অন্ধকারে আলোক রশ্মি আসবে যখন


দূরীভূত হবে ক্রান্তিকাল!
অনন্ত বিদায়ের অনুগ্রহ করে দিবে সকলে
কেউবা ইচ্ছায় কেউবা অনিচ্ছায় তিরস্কার দিবে তোমায়
শোষণের ধারা চলবে ততক্ষণ, যতক্ষণ শেষ না হবে
এই ভবে তোমার বিচরণ হবে শুধু নিজেকে বাঁচিয়ে নেওয়া
রুখে দ্বারাতে সঙ্গী যদিও থাকবে, পেটের চিন্তায় ওরাও ভাগবে


দূরীভূত হবে ক্রান্তিকাল!
পড়ন্ত বিকেল হলেও তুমি অপেক্ষা করবে
ঐ কবরটা তোমার কিছু দিবে না ভেবেও নীরবে চেয়ে থাকবে
তুমিও সমঝোতা শিখে নিবে দেখানোর ছলে মনে যোদ্ধার জয়
তোমার অপেক্ষায় আমার আক্ষেপ হয় হয়ে যাবে শেষ
তবুও পাল্টে যাবে কি খুব সহজে?