আজ আমি খুব বেশি চিন্তিত, অসহায়ের মত
অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় কাতরাই অবিরত।
ঋণের পর ঋণ করেই চলেছি টিকে থাকার জন্য,
সম্পর্ক এখন উড়ন্ত বালুর মত উড়ে উড়ে শূন্য।
সাহায্যের হাতে বিনিময়ের চিঠি পকেট যে ফাঁকা,
হিসেব বিহীন চলছি আজও জীবন হচ্ছে বাঁকা।
অতীত এখন আর দেয় না কিছু অন্ধকারের আগামী,
বর্তমানে পালিয়ে বেড়াই মায়াকান্নার এই আমি।
আয়ের পথে কাটা তারের বেড়া রক্তাক্ত দু'পা,
ফুটো কলসিতে সাগরের পানি একটুও যে থাকে না।
চোখের পানি ঝরে না আর কালো দাগে মাখামাখি,
দোকান খরচের খাতাগুলোতে ভুরিভুরি আছে বাকী।
বেঁচে বাবা দিবে কি জমি বন্ধক আগেই যে রাখা আছে,
মায়ের গয়না বেঁচে খেয়েছি বাকি নেই কিছু তার কাছে।
ক্ষুধার যন্ত্রণায় বাপের বাড়িতে বউ গেছে অনেক আগে,
চিন্তা মনে অসুস্থ হয়ে আমার ভালবাসা বুঝি জাগে!
চাকরী হারিয়ে ব্যবসা ধরেছি গল্প শোনার মত আজ,
এমনি অকর্মণ ধোঁকার কারন কেউ দেয় না আর কাজ।
মুখের জবান ফিকে হয়েছে তিরস্কার পাই শুধু আমি,
ঋণের কবল থেকে বাঁচবো কি করে এই ভেবে শুধু ঘামি।
অলস সময়ে চিন্তার জট এলোমেলো ভাবনারা জাগে,
এখন বুঝেছি আমায় ছেড়ে কেন অন্যেরা সব ভাগে।