বয়স বাড়লে ভীমরতি হয় জ্ঞান থাকলে কি!
দুষ্টু ছেলের তাল বাহানায় পান্তা ভাতে ঘি,
আবেগ টাবেগ বয়স কালে হিংসা একটু থাকে
নীতির বানী মাথায় বসলে কা' কা' করে ডাকে।


বাচ্চা ছেলে শিখবে যখন বৃদ্ধ অনেক ব্যস্ত
কাহার থেকে আনবে জ্ঞান এই চিন্তায় ন্যস্ত,
আবার দেখি প্রতিহিংসা একটু ভাবের বায়না
মান সম্মান ঢের তবুও সবার থেকে চায়'না।


আমিই ভালো আমিই সেরা এমন ভাবের রস
শিখতে যে চায় একটু বেশি বের করে তার কষ,
ভালো শোণার ইচ্ছে মনে ভালো লেখার গুন
নিজের স্বার্থে মহান নেতা অন্য মনের খুন।


নীতি কথায় ভাবের ডালি সবই সমান মনে
সময় ক্ষণে পাল্টে ধাঁরা কে'বা তাহায় গোনে,
অল্প স্বল্প বোঝার তরে ঐ মূর্খ মনের ধিক্কার
দেখলে বুঝি রাগের বসে জোরে মারে চিৎকার।