পদ্ম পাতায় শিশির জমা
সূর্য প্রভাত সুখ,
দীঘির জলে শালুক ফুলে
তার মায়াবী মুখ।


শুভ্র কাশের সদ্য বিকেল
চঞ্চলা তার প্রাণ,
উজান গাঙে পাল তুলে-সে
গাইতো সুখে গান।


তাঁতের শাড়ি আলতা পায়ে
অঙ্গে কোমর বিছা,
সহজ সরল সেই মেয়েটা
কয়না কথা মিছা।


কাঁকন ধ্বনি মন উঠানে
আর বাজেনা যার,
প্রবল ঝড়ে সব কেড়েছে
সুখ ছিলো-যা তার।


কোন-সে দেশে ঘর বেঁধেছে
মুক্ত সোনার পাখি,
পথ চেয়ে তার দৃষ্টি খোঁজে
অশ্রু সজল আঁখি।


ইচ্ছেরা আজ শব্দ হারায়
কল্পনা তার ছবি,
অতীত স্মৃতির ধূলায় জমা
স্বপ্ন আমার সবি।