ক্লান্ত দুপুরে উত্তপ্ত গরমে
ভেজা কাপড়ে ক্লান্ত পরিশ্রান্ত
বিশ্রামের ক্ষণিক মাঝেই শুরু
ঝিরি ঝিমি বৃষ্টির ধরা হবে না খ্যান্ত


অপেক্ষায় রেখেছি তোমায় আমি
কত প্রহর গুনেছি এই সময়ের জন্য
হবে কি দেখা কিছু বলার অপেক্ষায়
নাকি বৃষ্টিতে হয়ে যাবে সবই বিবর্ণ


যাওয়া হলো না ভেবে বুকে ব্যথা
প্রকৃতির নিয়মে হয়ে গেলাম আজ অসহায়
প্রতীক্ষার প্রহর ! কি হবে কি হবে না
মনের ভিতর এখন অজানা ভয়।


বৃষ্টির গতি বেগ ! আরও বেড়ে চললো
হৃদয়ের বৃষ্টি শুরু হলো এখন
উৎকণ্ঠায় তাকিয়ে জানালায় উঁকি
ভিজে চলে যাই! মানে নাতো মন


যাওয়া হলো না তবে ওখানে দাঁড়িয়ে কে
বৃষ্টি ভেজা মুখটা ! এই শেষ দেখলাম বুঝি
ছুটে যাওয়ার মাঝেই আর দেখা হলো না
হারিয়ে তাকে এখন আমি দারে দারে খুঁজি।