স্রোত পথ পানি তথা বরিষার কালে
কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে
নয়ন রমণী রূপে সাজিয়া ভুবন
তরু রাজি ফুল-কূল চক্ষু বিনোদন।
অন্তর্যামী যিনি আমি কহিতে অক্ষম
অটল অবিচল এ যৌতূকের নাম
কুকুর পিচাশ দল ফেরে কোলাহলে
কোমল কোকিল কণ্ঠ কুণ্ঠ কথা বলে।


কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে
কোমল সে ফূলসম ক্ষয় নির্যাতনে
কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি
হে বিরেন্দ্র তব পদে এ মম মিনতি
রেখো না তাহার তরে এ কলঙ্ক রেখা
যৌতুক সদাই করে পরের যাতনা।