ঝড়ের প্রবাহ শুরুর ক্ষণে অপেক্ষার পালাবদল চলছে
ধূলিকণার আবহে ধুয়াশায় ফিরে দেখা দৌড়াতে কে?
বোঝার আগেই জাপটে ধরেছে স্তব্ধ হয়ে গেলাম বুঝি
প্রথম আলিঙ্গনে অনুভবের ক্ষণ বোঝার ছিল না বাকী,


চড়াই উৎরাইয়ের তিনটি বছর ভালোলাগায় অনুভব
প্রকৃতির তরে মন খেলা করে আঁখি জলের সয়লব
উলঙ্গ ভালবাসার মিথ্যে বাসনা ছিল না এটাই বাস্তব
পিছন ফেরাইনি মহল বানাইনি ধরণীতে মন রাখি।


আঁখি জলে ভিজলো বক্ষ শব্দ আসে কোথা থেকে!
মিনিটে মিনিটে লোকালয়ের উৎসুক তিরস্কারক
ইশারায় চোখ রাঙ্গানির অনুভব তবুও নিরবতা
ঝড়ের প্রবাহ প্রবল বেগে আরও শক্ত করে ধরে রাখা


বৃষ্টির শুরুতেই আগলে নিলাম বাহুডোরে আরেকটু
গাছের ছায়াতলে পাতা নিংড়ে ফোটায় ফোটায় জল
ভেজার মুহূর্ত রোমন্থর, হারিয়ে গেলাম অজানার তরে
প্রতিটি দিনের প্রতীক্ষার প্রহর কাটলো কি, নাকি কিন্তু?


সমুদ্র তলানিতে জলকণা খোঁজার প্রয়াস কি শেষ
নিঝুম রাতে চাঁদের আড়িতে কি আর ভিজবে না আঁখি?
ইচ্ছে হবে না মেঘের ভেলায় চড়তে দিবানিশি যাত্রা
নদীর কল্লোল আর গোনা হবে না অপলক চেয়ে থেকে


সময় হোল পার প্রশ্ন তবুও মনে অনেক আছে বাকী
ভালবাসে কি জানার ইচ্ছেটাই থেমে গেল খুশিতে
আমায় ছেড়ে যাবে নাতো ?
এভাবে আগলে রাখবে সারাজীবন?


আহ! কি আনন্দ, কি পরম সুখ বোঝাবো কাকে
নিজেকে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল
যার জন্য প্রতিটি মুহূর্ত ছিল বিষাদের যাতনা
নিরাশার পথে আশার প্রদীপ হাতে ছিল আশা দিপ্ত


থেমে গেল ঝড় যেতে হবে ঘর সাথে একটু যাবে
আচমকা এমন কথায় ফিরে এলাম আপন ভুবনে
ঠাণ্ডা বায়ুর ভেজা সব কাঁপা কাঁপা কণ্ঠে চল যাই
নীড়ে ফিরে ধীরে ধীরে ভালবাসায় ভেসে যাই


ক্ষণে ক্ষণেই স্বপ্নে ডুবে যাচ্ছি, এমনই কি কথা ছিল
কি হবে পরে ! আসবে কি আবার আমার মনের নীড়ে
ভালবাসবে নিজের মত করে স্বপ্নকে হারিয়ে বুঝি
খোঁজা খুঝি হবে আর, লুকিয়ে দেখার হবে পালাবদল


তোমাকে তুমি করেই বলি, অনেক হয়েছে এখন
রাত্রি নেমে আসবে, ঘরে কি আর আজ ফিরবে না
আমি আর দুরে থাকবো না আগলে রেখো আমায়
কত কথা জমে আছে বলার বাকী শোনাবো তোমায়


হয়তো ভালবাসার শুরুটা এখন নয় তবুও শুরু
তিক্ততার পথ মধুময় হবে বিষাদ বিলীন করে
ভুলে যাবো ফেলে আশা স্মৃতিময় দিনগুলোকে
স্বপ্ন সাজাবো নিজের মত যদি না যাই মরে।