প্রতিহিংসা পরায়ণ এই মহাকাল
এই বিরচিত নিষ্ঠুর সময়
তার হাত থেকে কেউ নিস্তার পাবে না
তার কাছে পাবে না সামান্য দয়া
স্নেহ প্রীতি কিংবা করুণা


এই কুটিল সময় তোমাকে আমাকে ছিঁড়ে খাবে
আসলে সে কোনদিন কাউকে করেনি ক্ষমা
দেয়নি রেহাই,
                             শুধু অন্যায়!
অন্ধ গ্রিক দেবতা'র মতো নির্বিকার,
                                      দয়ামায়া হীন


এই হিংসা পরায়ণ কাল অতিশয় ক্ষুব্ধ যেন আজ
আমরা সবাই তাই তার হাতে অসহায় কালের পুতুল
আমাদের স্বপ্ন বলে কিছু নেই,
ইচ্ছা অনিচ্ছা ও নেই
এই নিষ্ঠুর সময় সকলের-ই অদৃশ্য শাসক


প্রতিহিংসা পরায়ণ এই মহাকাল
সবাই ধ্বংসের'র মাঝে
কেউ রেহাই পাবেনা সত্যের সমকাল
আত্মকলহ সমূলে ধ্বংস হবো