মা
শোন রে বাবা তোকেই বলি
থাকবি নরম হয়ে,
ঝগড়া-ঝাটি করবি না-রে
নিবি গায়ে সয়ে।


হাসি মুখেই থাকবি সদা
রাখবি সবার মান, 
পাড়ার লোকে যে যাই বলুক
রাখতে নিজের জান।


ছেলে
শুনবো আমি বাধ্য হয়ে
নয়'তো যাবো ফেঁসে,
সরকারি দল ওত পেতেছে
থাকি জলেই ভেসে।


ভয় পাই-না তবুও যেন
রাত্রি হয় না ঘুম,
সত্য বলতে চিন্তায় থাকা
কখন হবো গুম।