একটা মুচকি হাসি দিয়েই বলেছিলাম ভালবাসি
তোমার ঐ লাবণ্যময়ী চেহারাটা মনের মাঝে আলতো ছুঁয়েছিল
উড়ন্ত পাখির মত
ডানা মেলে ইচ্ছে যত
বাঁধার আবাদ যদিও ছিল ধূসর কালো অন্ধকার হয়ে
জানিনা তখন বেলা কোথায় ছিল? বায়ু যায় কোথায়, বয়ে নীরবে
হাত বাড়িয়ে ছিলাম
তিরস্কারও যে নিলাম
হাতের মুঠোয় বৃষ্টির জল এসে পড়লো দেখার আগেই
আমার পৃথিবীটা যেন ঘুরছিলো উল্টো রথে দিক দিশা হতাশায় ঐ
আবারও বলা ভালবাসি
মলিন করা মুখে হাসি
ইচ্ছে ডানা কেটে নিলাম, ঘুমিয়ে পরবো হয়ে পরিশ্রান্ত
তোমায় ভালবাসার যোগ্যতা বিচার করতে হিসেবের পাতা যে ক্লান্ত
চলে যাবার সময় হয়েছে
অপেক্ষায় আজ কে রয়েছে
আলোক বাতি উদাসীন হয়ে সূর্যের সাথে করছে বাকযুদ্ধ
আমার মন আমার বুকের সাথে অবিরত হচ্ছে কেন যেন ক্ষুব্ধ
অপেক্ষায় তবুও থাকা
ইভটিজিং মোড়কে আঁকা
সন্ধিক্ষণের এই মোড়কে ফিরবে আবারও হাহাকার
ভালবাসার পরশ অপেক্ষার হরষ নব উদ্যমে নির্বিকার