ভালবাসতে যখন মন প্রাণ জুড়ে
থাকি'নি কখনো ছেরে কাছে থেকে দুরে
দুনিয়ার ভালবাসা সব টুকু ছিল
একটু'না দেখলে যে হত এলোমেলো
কভু ঝরতে দেয়নি দু'চোখের পানি
হাসি মুখে ভালবেসে মন কাছে টানি
দু'হাতের ছিল আলো ছড়ানো স্বপ্নের
খুঁজে ফিরি চারিপাশ গড়ি বন্ধনের।


আজ তুমি দুরে আছো একাকী আলোতে
জানিনা কি পেরেছ এ আমায় ভুলিতে
দু'চোখের পানি আজ একা ঝরে পরে
ভালবাসা পর হয়ে তুমি থাকো দুরে
তবুও তুমিই ভালো গড়েছ নিজেকে
কষ্টে থাকলেও ক্ষমা প্রেয়সী তোমাকে।