শিশুর সরল মন আজ তার মনে
বৃদ্ধ দাদুর মতন আছে কয় জনে
না'হয় আমার কোন রক্তের বাঁধন
তাকে দেখে তবু আসে দু'চোখে ক্রন্দন
নিদারুণ কষ্ট তার অসহায় সব
কেউ নেই পাশে তার আছে শুধু রব
চোখের আলো দাদুর নিভে গেছে সেই
দু'চোখের পানি ঝরা কভু থেমে নেই


বৃদ্ধ বলে দাদু তাই হাটতে পারে না
যেটুকু হাঁটবে দাদু চোখে যে দেখে না
মাঝে মাঝে আমায় সে ডাকে নিরালায়
বলতে কষ্টের কথা কেঁদে ইশারায়
অসহায় দাদু তার সুখ নেই কভু
দুটি হাত তুলে বলে নিয়ে নাও প্রভু।