এই কবির জীবন! এ নয় সুখের
কবির জীবন নয় সুখী মানুষের
কবিরা সব সময় কষ্টের মানুষ
ছন্ন ছাড়া জীবনের নেই কোন রেশ
তাঁরা বয়ে চলে জল দু'চোখের কোনে
কষ্টকে শুধু জমিয়ে রাখে নিজ মনে
যে মনে চায় না ফিরে তার ছোটবেলা
চায় সুখী মানুষের থেকে অবহেলা


কবি নিজে বোঝে তার নিজের পতন
না-বোঝে ভালবাসার মত কোন মন
সে চলে তার যন্ত্রনা একা বুকে নিয়ে
পারে না কখনো নিজে ফিরতে হারিয়ে
এই কবির ব্যর্থতা কবি ভাল জানে
শ্রেষ্ঠ পুরস্কার কষ্ট কবির জীবনে।