জীবন অনলে পুড়ে অঙ্গার বহতা নদীর বাঁকে
মৃদু বাতাসেই উড়ে যাই জলের ধারায় শূন্যতার ছাই
চিত্তের শুদ্ধতা ক্লান্তির বাঁকে তবুও খুঁজে ফেরা
সৃষ্টি শেকড়ে আঁকড়ে ধরা ভালো লাগার বাঁধনে,
শব্দের মাঝে অসংগতি দিয়ে করি বিচরণ
কুড়িয়ে নেই ভালোবাসা নামক গোলাপ কলি
কোলাহলের কথা ভুলে যাই শুভ্র সাদা মেঘে
দিনের আলোয় চাঁদ খোঁজার মতো করি ভুল
তবুও ভালবাসাকে আপন করে নিয়েছি!
ঠিক যেমন কষ্টকে আর অপেক্ষা-কে।