জন্ম থেকে পেয়েছি আমি স্বাধীন বাংলাদেশ
যুদ্ধের ময়দানে বিজয় আনতে জীবন করেছিল শেষ,
মুজিব নামের নেতার ডাকে ত্রিশ লক্ষ শহিদে
মায়েরা আজো ঘুরে বেড়ায় ধর্ষণের অপবাদে ।


ভূট্টো, নিয়াজি, ইয়াহিয়া, আইয়ুব প্রতিহিংসার মুল
ভাষা বৈষম্য থেকে জাতি বিরোধে করেছে প্রতিকূল,
পাকিস্থানী জালিম শাসকের অকথ্য নির্যাতন
দিশেহারা বাঙালী মুজিব নেতৃত্বে করেছিল পতন।


রক্ত শোষকের সেকাল একাল পাল্টেছে বহু সময়
সবুজের বাংলায় এখন দেখি নবীনের হয়েছে উদয়,
দেশের মায়ায় আমি হব আজ নতুন এক মুজিব
রক্ষা করব স্বাধীনতা কে আর থাকবেনা দেশে গরিব।


কত শত মিছিল আর কত শত ভাষণ হয়েছে সেকালে
দেশের জন্য কতবার বীর বাঙালি গেছে পাকিস্তানী জেলে,
স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল যার ডাকে
শত বর্ষ পূর্ণ হল তাই শ্রদ্ধা জানাই তাকে।


মাটির মায়ায় যে মুজিব সংগ্রামে মেতেছিল
বঙ্গবন্ধু খেতাব দেশের মানুষ তাকেই দিয়ে দিল
যাহার তরে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার
শপথ করছি চেষ্টা তেমন পতাকা হাতে ধরার।