সোনালী ফসলের মাঠে সবুজের তরে আজ পোকার চাষ চলছে
ইউরিয়া, পটাশ সারের উর্বরতা তীব্র গতিতে মাটি হারাচ্ছে প্রাণ
বাংলা নামক শব্দের তরে অকাতরে বিলীন হচ্ছে কৃষাণ শব্দ
ধেয়ে আসছে কঙ্কালের যন্ত্রে পোকা চাষের আধুনিক সমাধান।


হাজার বছরের বাঙালি হয়েও বায়ান্নতে কাঙাল বাঙাল শুরু
তিরিশ লক্ষ ছারপোকার মৃত্যু হয়েছিলো কি? নাকি বাঙালী মানব!
ওদের ত্যাগের মহিমায় আজ আমরা সবুজেই ছুরি বসাই
বাংলাদেশ! ভালবাসার সুইচব্যাংক আর হিংসের জঙ্গি দানব।


অন্তরের হাহাকারে ধর্ষণ করি লাল সবুজের পতাকা হাতে
খুনের সাথে রাজনীতির ভাষণে আনন্দিত হয় জনগণের মুখ,
ব্যর্থতার হিসেব কশার সময় কোথায় তিরস্কারে করা লাঠিচার্জ
কলমের জোরে কালো কে সাদা তবুও দুঃখী অন্তরে পায় সুখ।


সোনালী ফসল দখলে নেই, দখলে আছে আবাদি মানুষের হাত
প্রকৃতির পূর্ণতায় যতটুকু দেয় ঘরে তুলে ক্ষমতার দালানে,
সেবার যাত্রায় নকল নামক দামি ওষুধে এখন কেউ মরে না
অংকের হিসেবে তাই চলে শূন্যের সংখ্যা আমদানি চালানে।


সবুজ শ্যামলের বইয়ের পাতা বাদামের ঠোঙায় পার্কের বেঞ্চে
জ্ঞানের শিক্ষা হাতের আঙ্গুলে আর চোখের চশমায় বিনোদন
ধানের শীষে মনের দোলা স্বপ্ন কথার গল্পে ঘুরে পাড়ার অলি-গলি
সবুজের কীট কিটকিটিয়ে করছে সাবার গোলার ধানের শোধন।


হিংসে নেই মুখের তরে প্রতিহিংসা আর লালসায় গরিবের চোখ
নাই নাই চিৎকারে সুযোগে পেট ভরে বাঙালি সাধু সকলে,
বিশ্বের দ্বারে চেনা নাম চোর ও কাঙালি পিছনের কারিগর কে?
উত্তর খুঁজতে হাজতের রুটি স্বজনের আর্তনাদ নিরব ধকলে।