সুপ্রভাতের টগর ফুলে গন্ধ ছড়ায় বেশ
শিউলি ফোটে সান্ধ্য বেলা দিনের আলো শেষ
নদীর তরে কাশের বন হাওয়ায় দোল খায়
জুঁইয়ের হাসি রাশি রাশি খুশির সীমানায়
বকুল ফুলে মল্লিকা কয় তুই যে আছিস বেশ
অন্যেরা আজ কোথায় গেলো হারিয়ে তব শেষ


জীবন তরীর আজকে আমি নদীর জোয়ার হয়ে
কালকে তুমি দেখবে আমায় ভাঁটার সাথে ক্ষয়ে
ফুলের মতো আবার তলায় ঝরে যাই
আজকে আমার অনেক কিছু কালকে কিছু নাই
সূর্য কিরণ দিনে যেমন রাতে চাঁদের আলো
আশায় আশায় কাটাই দিন সবই হবে ভালো


ফুলের মতো নই আমি হবো কি ঐ পাখি
পাখা মেলে আকাশ পানে মনে স্বপ্ন রাখি
কেমন যেন জীবন আমার সবই হয় ভিন্ন
ভালো থাকার সুবাস বাতাস আজকে জরাজিন্ন
সুখে থাকার আশায় যারা করছে সবই ভুল
অরণ্য ভেদে পুরছে নেশায় হারায়ে প্রাণী কুল।