কবিতা কি! প্রশ্নের উত্তরে খুঁজে পাই অনিরুদ্ধ বুলবুল
কি লিখি আমি! দেখার ছলে হয় আমার সবই যেন ভুল
সবার মাঝে বিচরণ তবুও দেখা হয়নি এই ভবে
যাহার তরে জানার অনেক, কি জানবো? কিভাবে, কবে?


মাঝে মাঝে আশা দিয়ে ভালবাসা আমার অন্তরে
লিখতে চাই শিখতে চাই থাকতে চাই তাহার প্রান্তরে
ক'জনায় জানে ক'জনায় দেখেছে জানতে ইচ্ছে করে
তবেই তো মন পাগলামি করে যেতে তাহার তরে।


কলমের ছোঁয়ায় সৃষ্টি হয়েছে অগণিত কাব্য সম্ভার
গভীরতায় ডুব দিলে হারাই নিজেকে কি লিখি বারবার
চেতনার মাঝে ভাবের গভীর বিশালতায় অতল
হারিয়ে ফেলি নিজেকে ইচ্ছে করেই ফিরে না আসিবার।


আবেগের তরে ভিন্নতা শুধু কি আমিই দেখিব
পড়তে পড়তে খুঁজি বিষাদের চিহ্ন আর ভালবাসা
খুঁজে পাই বলিষ্ঠতার সাথে নিপীড়িত হওয়ার চিহ্ন
হঠাৎ-ই পেয়ে যাই অজানায় ভেসে আশা শব্দ নিরাশা


কোথায় তুমি মহান? তোমার চরণ ধুলি মাখবো গায়
দেখা দাও আমার হৃদয় গহীনে থামাতে বেদনার ঝড়
তোমাকে পেতে চাই সহস্র বছর বিজয়ের মুকুটের সাথে
তোমার শিষ্য হতে চাই, তিরস্কারে নয় চাই বিষাদের ঘর।