কেবল স্বাধীনতার নাম শুনি আমি
বিজয়ের আত্মতৃপ্তি দেখি মাতৃভূমি
লক্ষ শহীদের রক্তে যে বাংলার জন্ম
লক্ষ মায়ের কান্নার সুরে এ প্রজন্ম
করছে এই বুকের শোণিত উর্বর
শহীদের পূর্ণ রক্তে গর্বিত বাংলার
চির স্বাধীন হয়েছি কত! বোন দানে
জন্ম তখন হয়নি এ মন না মানে


আমিও যুদ্ধে যেতাম হতাম শহিদ
নয়তো আমার হাতে স্বাধীন প্রভাত
বাংলার বুকেতে আজ সবুজ শ্যামল
প্রকৃতি নয়ন ভরা সমুদ্রে শৈবাল
তবুও স্বাধীনতায় হারিয়েছে সব
ভয়ানক হানা হানি বৃথা অনুভব।