যাব আজ ফেলে কাজ
একটু মায়ের তরে,
পাবো খুঁজে চোখ টি বুজে
নিজের থাকা ঘরে।


বাবা মায়ের ভালোবাসা
নিবো একটু খানি,
শাসন বারণ সকল কথা
হবে অমর বাণী।


আছি দূরে বিদেশ ঘুরে
করি কত কাজ,
মায়ের জন্য ছোট হতে
নেইকো কাজে লাজ।


যখন আমি লেখা পড়ায়
দিতাম বেশী ফাঁকি,
তাইতো আমি অল্প দামী
স্বপ্ন দেখায় বাকী।


আমার মত তোমার কেহ
হ'য়ো নাতো পর,
ব্যস্ত কাজে সকল সাজে
বানিয়ে নিজের ঘর।


আমি ও ভাই রাখবো তাই
মায়ের কোলে মাথা,
ভুলবো সবই স্বপ্ন বাঁধায়
মনের সকল ব্যথা।