বৃষ্টি প্রবল আজিকায় রাত্রি নিঝুম
চোখ মেলে চেয়ে আছি আসেনিতো ঘুম


বসে থেকে নিরালায়
বাতাসের হু হু শব্দ শুনি ক্ষণে
জানি না কিছু কি
অগোছালো কথা পড়ে মনে


রাত্রি জাগার যখন কেউ নেই আর
কত কিছু মনে পরে নাহি বলিবার
ভাবিয়া ভাবুক মন শূন্য মনে ভাসি
রঙ্গিন স্বপ্ন একে মন একাকী হাসি


বাতাস কখনো নীরব
নিঃশব্দ হয়ে থেমে যায়
আমার সে সময়ে বুঝি
কোথাও হারাতে ইচ্ছে হয়


ইচ্ছে হয় ডানা মেলি পাখির মতো
গল্প করি হাত ধরে মন চায় যতো
খেই হারিয়ে বুঝি রাত শেষের পথে
অগোছালো স্বপ্ন শেষ বৃষ্টির সাথে।