শেষ পর্যন্ত এ আমি কোথায় এসে দাঁড়ালাম
ছায়া পাবো বলে তবে কি ভুল গাছের নিচে
গাছ আমায় কোন ছায়া দিল না
তার নিঃশ্বাসে বিষ, বাতাসে আগুন


তাহলে আমি এ কোথায় এসে দাঁড়ালাম
তৃষ্ণা মেটাবো বলে এ কোন নদীর কাছে
নদী আমাকে এক ফোটা জল দিলো না
তার বুকে দেখি বালি আর কাঁকড়া


আমি ক্লান্ত হয়ে এসে দাঁড়ালাম এই
তৃষ্ণার্ত, অঞ্জলি ভরে জল পান করবো
পাহাড়ি ঝর্না এ কি করলো আমায়
জলপ্রপাত কোথায় হারিয়ে তার