যোগ্য আমি ভোগ্য আমি সমাজ মাঝে নারী
ইচ্ছে পোশাক চলছে আজ বাতিল শুধু শাড়ি
আমার আমি চিনতে গেলে সময় লাগে খুব
সাদার মাঝে কালোর মন চেহারায় কত রূপ।


চলছি যেথায় খাচ্ছি সেথায় পকেট হয়না ফাঁকা
ছেলে বন্ধু থাকলে পাশে উড়ায় দুহাতে টাকা
ওরাও আবার লোভের বসে চাই যে কিছু পেতে
ফাঁকা পেলে আমার সাথে থাকে খেলায় মেতে ।


ইচ্ছে খেয়াল কেউ দেখেনা হয় না তাতে মন্দ
দেখলে কেউ ধর্ষিতা নাম সমাজে ছড়ায় গন্ধ
পরকীয়ায় রঙ-বাহারি লিভ- টুগেদার চলছে
শালীন মনের আদি মানব ভিন্ন কথা বলছে।


যে যাই বলুক কি আসে যায় আমি আমার মত
যৌবন রস উথলে পড়ে কে করবে সংযত ?
এমনি করে চলতে থাকি সময় যত পাবো
বিলীন হওয়ার শেষ না দেখে কোথায় হারাবো?