অভাব এখন স্বভাবে ভাব
নিত্য পকেট ফাঁকা
গরিব মনের দেখিয়ে চলা
ব্যাংকে রেখে টাকা


চাইলে কভূ দেয় না আর
থাকতে অঢেল ধন
সবাই ভাবে শুধুই নিবে
পরিশোধে ভাঙ্গে মন


খাইলে কিছু চাইবে অনেক
শেষ হয়না চাওয়া
নিত্য দিনের রাত আসলে
ভয় লাগে যে পাওয়া


কেউ বোঝে না একটু কম
বোঝায় অনেক বেশি
মনের মিলে শুনলে কথা
উতলা মন যে খুশি


ভালো থাকলে অন্য কেউ
পিছন টানায় খুব পাকা
বাদ বিচারে জিততে হবে
কারসাজির চিত্র আঁকা।