আমি দেখেছি যেদিন থেমেছি সেদিন
নির্বোধ হয়ে পাতায় গুটি হেটে চলা,
ভাষার মিশ্রণ করে কবিকে মলিন
বিদেশী উক্তি যুক্তিতে বাঁকা কথা বলা।
গভীরতায় নির্বোধ অন্তমিলে আঁকা
শব্দ বিন্যাসে ভাবুক কাঁটা ছেড়া ভুল,
পোশাকের কাব্য ঘ্রাণ চলাফেরা বাঁকা
সাহিত্য বিলিয়ে দিচ্ছে কবিতার কূল।


আধুনিকতার নামে চলছে উৎসব
বিকৃত করে বাংলার চিরচেনা বুলি
ভাবের গতিকে ঠেঙা শ্রম ছাড়া কুলি
প্রাধান্য জড়তা করে ভিন্ন কলরব।
আমি কি করতে পারি এর পরিশেষ
বাংলা সাহিত্য করতে ন্যায্য পরিবেশ।