একদিন প্রেম এসেছিল রাতের আঁধারে,
জোনাকিরা যখন ক্লান্ত হয়ে গহীন অরন্যের সাথে করছিল সমঝোতা
নদীর ওপারে যখন নিওন বাতি নিভে নিভে জলে উঠছিল!
প্রেম তখনই এসেছিল মনের জানালায়।
নীলাভ জলের ধারায়, দিশেহারায়, ব্যাকুল হয়ে।


ঝিঁঝিঁ পোকার গানের স্বাদে আমার বেসুরা কণ্ঠেও উঠেছিল সুর,
উতলা মনে নেচে ছিলাম ডুমুরের বনে
বকুল ফুলের মৌ মৌ সুগন্ধ তখন দিয়েছিলো স্নিগ্ধতার স্বাদ।
তখন শূন্যকে করেছিলাম আলিঙ্গন,
প্রেমে পড়েছিলাম, গভীর প্রেমে, পুলকিত মনের প্রেমে।


দেখার নেশায়, কাছে থাকার জন্য সময় কে বিদায় জানানো,
নিজেকে অগোছালো করাই বুঝি ছিল কাজ!
ভাবনারা একে একে হারিয়ে গেলো গড়পড়তায়।
কষ্টের ফিকে স্বাদ তখন ফাঁকি দিলো বিষাদ আনবে বলে,
সন্ধি করেছে লাজুক অরণ্য, শুধু ছোঁয়া পেয়ে
ভালোবাসায় অনন্ত করেছে লাজুক নদীর কল্লোলে গর্জন ছাড়া।
দিশেহারা হয়েছে রাতের অন্ধকার, সূর্য কিরনের অপেক্ষায়!
প্রেম এসেছিল বুঝি মনের গহীনে,
তবেই এলোমেলো সব, অবস্থানের বিপরীতে চলছে
দৃষ্টি শুধু অপলক প্রেমের ঝলকে।