কবিতাটি নায়রা সুলতানা লাবনী এর লেখা এবং আসমা এর মন্তব্যে অনুপ্রাণিত হয়ে লেখা


ভালবাসি তাকে বুঝি ভবের মায়ায়
যেথায় তাহার মন আমার ছায়ায়
আজব প্রেমের মাঝে হিসেব কি করি
ভালো লাগায় কি বলা কার কথা ধরি
তাহারে আমি চাইবো হৃদয় মাঝেতে
অন্তহীন পথচলা অজানা সাজেতে
চাওয়ার মাঝে যদি পাই তার দৃষ্টি
প্রেমের রচক বনে করে দিব সৃষ্টি


যেথায় আমার চলা হাসি কান্না রাগ
কোথায় যাবে সে ভবে যায় চলে যাক
আমার ভালবাসায় হারাবে না কিছু
আশায় বাঁধিয়া বুক রব তার পিছু
যদিও দিবে বেদন মাথা পেতে নিব
হারিয়ে গেলেও তাকে ভালবাসা দিব