মানুষ তারেই বলি মানুষ কে আর?
ভালমন্দ করে সবে নিন্দা পরিহার।
মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে,
ললাটে সত্য ধারণ নাহি কোন ক্রমে।
পরের হিতে কেবল প্রেম ভাব যার,
অবিশ্বাসে তুষ্ট সবে মানুষ কে আর?
অহংকার মদে  কভু নহে অভিমানী,
লজ্জা হয় ভিক্ষা নিতে কাজে ভিকারিনী।


আলস্য তাদের কাছে রনে পরা ভব,
চেষ্ট যত্ন অনুরাগ মনের বান্ধব।
নিজের কুশল কার্যে সদা হাস্য মুখ,
নাহি চায় আপনার পরিবার সুখ।
গিবত রটন যার নিত্য দিনে কাজ,
ভুবনেতে হবে না'কো তাদের কি লাজ?