আজকে আমি পেঁয়াজ ভাবি
অল্প দামে কিনবো,
কালকে না হয় চাল কিনতে
বেশি টাকা গুনবো ।


চলছে চলুক চলতে থাকুক
রঙ্গ তামাশার এই বাজার,
আমরা সবাই হুজুক নেতা
গালি খাবে সব সরকার ।


বাজার দর বাজার দর
নেই সীমানা কিছু কেনার,
পেঁয়াজ ঝাঁজে চোখের জল
আসল নকল ভুল চেনার ।


কৃষক যেথায় কষ্ট সেথায়
লাভের ভাগে পাইকারি,
পথে পথে পকেট মানি
বন্ধ করা দরকারী ।


বাড়ছে বারুক তাতে কি ?
গরীব মরলে বারবে কদর !
বিপদ আসলে উড়াল দিবে
ঝামেলায় আছে থানা সদর ।


কষ্ট ছাড়া ব্যবসা যাদের
দুরে থেকে কাঠি নাড়ে,
পেঁয়াজ শেষ হলে ভাই
কোন পণ্য দামে বাড়ে ?