চোরের দলেরা সব কানাঘুসি করে যোগাড় পরবর্তী বাঁশের
উটের দামে কিনবে কাগুজে বাণ্ডিল খোঁজা খুঁজি হবে হাঁসের
নীরবে চলা পথে মহামারীর এই রথে তবে যুদ্ধ শুরু হয়
হতাশার মাঝে গরীবের ভাজে শুধু কি ক্ষুধায় মরার ভয়!


ঘরের তরে শুধু ছবি পরে আছে অনাহারী দলের কিছু
দিন কেটে যায় ক্ষুধার ত্বরায় অসুখ ছাড়েনা ওদের পিছু
সুযোগে সীমা লঙ্ঘন পাপিষ্ঠ চোরেরা বস্ত্র হরণ করে
ঘনিষ্ঠতা বিচারক অর্থভূখী বিচার পাবে কি ঘরে ঘরে?


সত্যের জন্য বলিদান প্রাণ পাতা খরচ হয় সরকারী খাতা
জ্ঞানের ভাণ্ডার ঘুষের আন্ডার গ্রহণ লেগেছে সতেজ মাথা
শুরুর তরে থমকে যাওয়া মিথ্যেয় মোড়ানো বাস্তবতা
পদে পদে পাবে উন্নয়নের ডামাডোল চাকচিক্য নীরবতা


বিধাতার নিয়মে বলিষ্ঠ কণ্ঠ অন্তরালে চলে অবজ্ঞার ফুলঝুরি
শাসনের চেয়ারে চলে স্বল্প মাধ্যম অন্যদের হয় ঘুরাঘুরি
আশায় থাকা জনতা হয় তামাশার পাত্র বিবেক বিক্রি করে
চিরচেনায় অচেনার সমাধি প্রাপ্তির শূন্যতায় জ্বালা ধরে


তবুও যোদ্ধা আসে যুগে যুগে ডঃ জাফরউল্লাহ্‌র মত
তিরস্কারের মাঝে সেবার কাজে বিলীন হয় অবিরত
সাফল্য ছিটকে যায় অন্ধকার নীলিমায় স্বপ্নের চোখে জল
বাংলার বুকে বাঙালী ধুকে মরে তবুও উর্ধ্বে পাপিষ্ঠের দল।