বাঁধা আসে অজানা শাসনে
তবুও কাছে যাই ভাল লাগে ভেবে
স্বপ্নের আলোক ছেয়ে মন
কে জানে কত দূর?
অজানার পথ চলা, থেমে থেমে চলছি
নীরবতা কাছে এসে ভিড়ে
ভালবাসবো কানে ফিস ফিস বলছি


ছুটে যাই ভেবে কত কিছু
নিছক মনে থেকে যায় কত মায়া
চেয়ে থাকা আর অভিনয়ের ত্বরা
অজানায় কি বলে মনে কলরব
বিশ্রাম শ্রম যতটুকু সময়ের ফেরা
বই হাতে কলেজের পথ ধরে
কে ডাকে ইশারায় কেউ নেই কাছে!
নাকি ফিরে আশা ভালবাসার হাত ধরে


কত বাঁধা স্বপ্নে
ভেঙ্গে যাবে ভাবি, ভেঙ্গে কবে ক্ষণ
প্রদীপ জ্বালানো আলোক প্রভা
কে যাবে-আসিবে, কে রবে
হতাশায় নিরাশা নেই এখানে
স্বপ্ন শুধু ডানা মেলে অচেনার
বাধিবে দু'হাত শুধু ভালবাসার