দাদুর কাছে শোনা গল্প
থেমে থেমে বলে অল্প
একটা মুজিব ছিল,


সে নাকি মহা নায়ক
জন্মভূমির প্রথম বাহক
স্বাধীনতা এনে দিল।


দেখতে তাকে ইচ্ছে করে
যদি থাকতো আমার ঘরে
আমাদের বঙ্গবন্ধু,


জাতির পিতা বলছে বাঙ্গালী
৭ই মার্চের ভাষণ বুলি
যুদ্ধের দামামায় সিন্ধু।


গোপালগঞ্জে বাড়ি তার
রাখতো না কাউকে অনাহার
তবুও মারলো কারা ?


ভালো থাকার শত্রু অনেক
তাদের নাই কোন বিবেক
তাই করেছে করেছে সর্বহারা।


শত বর্ষের ক্ষণ গুনি
মুজিব মুজিব জয়ধ্বনি
স্বাধীন বাংলা মায়ের বুকে,


তুমি মুজিব আমার তরে
সারা জীবন এমনি করে
আমি থাকবো শোকে।