আজিকায় দিন বুঝি পার হয়ে গত
শান্তির অভয় বানী পড়ে রইল শত
তিনি নাই যিনি ছিল অন্তর গহীনে
বাংলায় অবিনাশী মধু মায়া মননে।


যাহার তরে ছিল অনেক স্বপ্ন বোনা ছবি
যার জন্যে আজি এই বাংলায় উঠে রবি
যে মানবের দ্বারে ছিল সোনালীর আভা
যাহার তরে ৭ই মার্চের ভাষণ পায় শোভা।


বুকের ভিতর ছিল তার অদম্য শক্তি ভরা
পাকিস্তানীরা বন্দি করেছিল অপশক্তি দ্বারা
পারেনি তখন তার জীবন করিতে হরণ
যুদ্ধের দামামায় করেছে তারা পরাজয় বরণ।


আলো আর আঁধারের দিন রাত্রি খেলা
ধীরে ধীরে গড়েছে তার রাজনীতির ভেলা
বিশ্ব আজ যাকে চেনে বঙ্গবন্ধু নামে
ঘতকেরা বোঝেনি তখন, বিকিয়েছে অল্প দামে।


সবুজের বাংলায় আজ আমাদের নিবাস
জন্ম শত বর্ষে তাই বুঝি শুভেচ্ছার পরশ
আজ তিনি নেই তবুও মনে রাখবো বুঝি
প্রতিটি অন্তরে আজও শেখ মুজিব খুঁজি।