পূবের আকাশে দেখি রক্তিম আভায়
ঘুম ভাঙা পাখি গুলো যায় দূরে উড়ে
শীতল বাতাসে মন চেয়ে থাকা দূরে
কৃষাণ জুমাল কাঁধে ক্ষেতে বুঝি যায়,
পাল উঠায়ে মাঝি ঐ স্রোতে নৌকা বাঁয়
ঘরের বধূরা সব উঠান যে শূরে
খোকা খুকি লেখা পড়া ফাঁকি দিয়ে ঘুরে
বুড়ো বুড়ি গল্প করে কথা যদি পায়।


আমার গাঁয়ে এমন চির চেনা মুখ
প্রাচীন আবহে গড়া প্রকৃতির চিত্র
আপন পরের তরে বাটে সুখ দুঃখ
বিপদ আসলে সবে হয়ে যায় মিত্র
মাটির গন্ধে মাতাল আমার ভুবন
খাঁটি বাংলার এ গাঁয়ে হয় যে মরণ।