ধরবে কে গড়বে সবে
কালো টাকায় নীতি
ভালোর ভালো সেজে ঐ
করছে স্বজন প্রীতি।


দিচ্ছে সুযোগ করছে হরণ
নেতা নামের চোর,
চোরের নামটি শুনলে ভাঙ্গে
মুজিব ভাষণে ঘোর।


আদেশ বহাল নিষেধ ছাড়া
চলছে ভুলের ফাঁদ,
রীতির চলন রং পেনসিলে
বিপদ সীমার বাঁধ।


হচ্ছেটা কি করবেটা কে ঐ
বেবাক শুদ্ধ সাফ,
লোভের তরে বিলিয়ে গেছে
দুর্নীতি সব মাফ।


গর্ভ থেকেই ছোট্ট শিশুর
নিয়ম ভাঙা শুরু,
হাসপাতালেই যাত্রা করে
দুর্নীতিই তার গুরু।


শিক্ষা এখন দীক্ষা ছাড়াই
দিচ্ছে ফাঁকির পত্র
এমন শিক্ষাই খুন ধর্ষণে
শিরোনাম যত্র তত্র।


টকশো নামের আজব কিছু
ছোট করছে ধর্ম,
নীতির কথা শিকেয় তুলে
দুর্নীতিই মুল কর্ম।


(আসরের প্রিয় কবি শাহ্ সাকিরুল ইসলামকে উৎসর্গ করলাম)